ডেন্টাল (বিডিএস) কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

লেখক: অপরিচিত | সঙ্কলনের দিন: জানুয়ারী 07, 2018

 

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে ডেন্টাল( বিডিএস) কোর্সের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ  করা  হয়েছে।যেখানে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ৫৩২ জন ছাত্র-ছাত্রীকে প্রাথমিককভাবে নির্বাচন করা হয়।

গত ১১ নভেম্বর(শনিবার) স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে রেজাল্ট প্রকাশের এ তথ্য প্রকাশ করা হয়। সেখানে উল্লেখ করা হয়, ০১টি সরকারী ডেন্টাল কলেজে ও ০৮টি মেডিকেল ডেন্টাল কলেজে আবেদনকৃত ছাত্র-ছাত্রীদের মধ্য হতে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং ভর্তি পরীক্ষায় অর্জিত স্কোরের ভিত্তিতে ৫৩২ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে এবং এর সংঙ্গে মেধা ক্রমানুসারে ২০০(দুইশত) জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে, যারা আসন শূন্য হলে মেধা ও পছন্দ অনুযায়ী ভর্তির সুযোগ পাবে। ফলাফল ও ভর্তি সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট মেডিকেল কলেজ ও  www.dghs.gov.bd ওয়েব সাইট থেকে জানা যাবে এবং টেলিটক বাংলাদেশ-এর ওয়েবসাইট http://dghs.teletalk.com.bd থেকেও জানা যাবে।

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর (শুক্রবার) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ডেন্টাল(বিডিএস) কোর্সের  এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


< সকল পোষ্টে ফিরে চলুন

মন্তব্য (০)